বিজয় কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়েম

 



বিজয়ে বাংলা লেখার নিয়েম

আমারা সাধারণ কম্পিউটারের যেসকল কীবোর্ড ব্যবহার করি তা মুলত ইংরেজি কীবোর্ড। এর বাটনগুলোতো ইংরেজি অংক্ষর মুদ্রিত থাকে। কাজেই আমরা সবাই কীবোর্ড দিয়ে কম-বেশি ইংরেজি টাইপ করতে পারি। কিন্তু বাংলা লেখার জন্য ঐ একই কীবোর্ড ব্যবহার করি। তাই বিজয় কীবোর্ডে ইংরেজির পাশাপাশি ২৬টি অক্ষরের মধ্যেই বাংলা অংক্ষরগুলো মুদ্রিত থাকে। তাই বাংলা টাইপ করতে আমাদের কিছুটা বেগ পেতে হয় এবং নিয়মকানুন জানতে হয়। এই পোস্টটিতে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব।

কম্পিউটারে বাংলা লেখার জন্য বিজয় কী বোর্ড ইন্টারফেস বা বিজয় সফট্ওয়্যার ইনস্টল করা থাকতে হবে।

সাধারণত এমএসওয়ার্ড বা অন্য কোনো অ্যাপসে টাইপের ক্ষেত্রে প্রথমে ইংরেজি মোড ও ইংরেজি ফন্ট সেট করা থাকে। অর্থাৎ টাইপ করলেই ইংরেজি টাইপ হবে। এ অবস্থা থেকে বাংলায় পরিবর্তন করতে হলে বাড়তি কিছু কাজ করে নিতে হয় অর্থাৎ বাংলা মোড ও বাংলা ফন্ট সেট করে নিতে হবে।

বাংলা মোডে পরিবর্তন করতে হলে কীবোর্ড থেকে Ctrl+Alt+B কমান্ড দিতে হবে এবং বাংলা ফন্ট যেমন সুতন্নি (SutonnyMJ) ফন্ট সেট করতে হবে।

 

বিজয় কিবোর্ড স্বরবর্ণ লেখার নিয়ম

Shift + F

 

G+F

 

G+D

 

G+ SHIFT + S

 

G + S

 

G + Shift + S

 

G+A

 

G+C

 

G+ Shift + C

 

X

 

G+ Shift + X

 

 

বিজয় কিবোর্ডে স্বরবর্ণের ‘কার’-চিহ্ন লেখার নিয়ম

কার

F

 

িহ্রস্ব কার

D

 

দীর্ঘ কার

Shift + D

 

হ্রস্ব কার

S

 

দীর্ঘ কার 

Shift + S

 

, – কার

A

 

কার

C

 

কার

 Shift + C

 

কার 

C + বর্ন + F

 

কার 

C + বর্ন + Shift + X

 

 


বিজয় কিবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম

আপনাদের সুবিধার্তে বিজয় কিবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ টাইপ করার পদ্ধতি নিম্নে দেওয়া হলো।

J

 

Shift + J

 

O

 

Shift + O

 

Q

 

Y

 

Shift + Y

 

U

 

Shift + U

 

Shift + I

 

T

 

Shift + T

 

E

 

Shift + E

 

Shift + B

 

K

 

Shift + K

 

L

 

Shift + L

 

B

 

R

 

Shift + R

 

H

 

Shift + H

 

M

 

W

 

V

 

Shift + V

 

Shift + M

 

Shift + N

 

N

 

I

 

Shift + W

 

P

 

Shift + P

 

\

ENTER বাটনের উপরের বাটন

Shift + Q

 

Shift + \

ENTER বাটনের উপরের বাটন

Shift + 7

Function key এর নিচ থেকে

  হসন্ত

G

 

থ্য  ফলা

Shift + Z

 

ব্র ফলা

Z

 

র্  রেফ

Shift + A

 

 

  

  

যুক্তবর্ণ লেখার নিয়ম বিজয়

বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে যুক্ত বর্ণ টাইপ করা নিয়ে খানিকটা বিপত্তির মুখে পড়তে হয়। তাই, আজ আমি কিভাবে কম্পিউটারে সহজভাবে যুক্ত বর্ণ টাইপ করতে পারেন তার কিছু কিছু নমুনা তুলে ধরেছে। উক্ত নমুনা অনুসরণ করলে আপনি যেকোনো যুক্তবর্ণ খুব সহজে টাইপ করতে পারবেন।

ক্ত (+)

J+G+K

রক্ত

ক্ষ (+)

J+G+(Shift+N)

ক্ষয়

হ্ম (+)

I+G+M

ব্রাহ্মণ

ক্ষ্ম (++)

J+G+(Shift+N)+G+M

 

জ্ঞ (+)

U+G+(Shift+I)

জ্ঞান

ঞ্জ ( + )

(Shift+I)+G+U

ব্যঞ্জন

ঞ্চ ( + )

(Shift+I)+G+Y

কাঞ্চন

ব্ব (+)

 H+G+H

গহ্বর

ল্ল (+)

(Shift+V)+G+(Shift+V)

উল্ল্যেখযোগ্য

ত্ত (+)

 K+G+K

উত্তর

ত্র (+)

k+Z

একতারা

হৃ (+ )

I+A

 

ক্র (+)

J+Z

ক্রিকেট

ন্ত্র (++)

B+G+K+Z

মন্ত্র

দ্ধ (+)

L+G+(Shift+L)

দগ্ধ

দ্ভ (+)

L+G+(Shift+H)

উদ্ভব

ক্স (+)

J+G+N

রিক্সা

ন্দ্র (++-ফলা)

B+G+L+Z

নরেন্দ্র

ন্ধ (+)

B+(Shift D +L)

অন্ধ

ব্ধ (+)

H+G+(Shift+L)

স্তব্ধ

ভ্র (+)

(Shift+H)+Z

ভ্রমর

ভ্রু (++)

(Shift+H)+Z+(Shift+S)

 

ম্ন (+)

M+G+B

 

ল্কা (++)

V+G+J+F

উল্ক

শ্ম (+)

(Shift+M)+G+M

 

ষ্ক (+)

 (Shift+N)+G+J

শুষ্ক

ষ্ঠ (+)

(Shift+N)+G+(Shift+T)

কন্ঠ

ষ্প (+)

(Shift+N)+G+R

বাষ্প

ষ্ফ (+)

(Shift+N)+G+(Shift+R)

 

ষ্ট্র (++-ফলা)

(Shift+N)+G+T+Z

 

ষ্ণ (+

(Shift+N)+G+(Shift+B)

 

ষ্ম (+)

(Shift+N)+G+M

 

স্থ (+)

N+G+(Shift+K)

স্থান

স্ত্র (++)

N+G+K+Z

অস্ত্র

স্ক্রু (+++)

N+G+J+Z+S

স্ক্রুগজ

স্ক্র (++)

N+G+J+Z

স্ক্রল

স্প্ল (++)

 N+G+R+G+(Shift+V)

 

হ্ন (+)

I+G+B

চিহ্ন

স্ফ (+)

N+G+(Shift+R)

অস্ফালন

চ্ছ্ব (++)

Y+G+(Shift+Y)+G+H

সচ্ছ্বল

হ্ব (+)

I+G+H

আহ্বান

ঙ্গ

Q+G+O

অঙ্গ

শ্ব

(Shift+M)+G+H

শ্বশুর

ঞ্ছ

(Shift+I)+(Shift+Y)

অবাঞ্ছিত

দ্ম ( +)

L+G +M

পদ্ম

ট্ট ( + )

T+G+T

কট্টর

 

#BijoyKeyboard, #BijoyBayanno, #Juktoborno, #BanglaJuktoBorno

Post a Comment

Previous Post Next Post